প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 8, 2026 ইং
গৌরীপুর শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ময়মনসিংহের গৌরীপুরে বর্ণাঢ্য আয়োজনে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতি গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে গৌরীপুরে স্টেডিয়ামে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আসরে অ্যাথলেটিক্সের ৪৮ টি একক ইভেন্ট প্রথম, দ্বিতীয় ও তৃতীয় মিলিয়ে মোট ১৪৪ জন কে পুরস্কৃত করা হয়। এছাড়াও ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়, রানার্স আপ নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়। ভলিবল বালক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় ও ভলিবল বালিকা চ্যাম্পিয়ন গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। ব্যাডমিন্টন একক চ্যাম্পিয়ন নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় ও রানার্স আপ গৌরীপুর ইসলামাবাদ ফাযিল মাদরাসা। ব্যাডমিন্টন যৌথ চ্যাম্পিয়ন নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় ও রানার্স আপ লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা। সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়।
বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাত হোসেন, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান, মো. রেজাউল করিম উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, রামগোপালপুর পাওয়ার যোগেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, বালিজুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসীন আলী, গৌরীপুর উপজেলা শারীরিক শিক্ষাবিদ সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ বাহার, শাহগঞ্জ স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক মো. সাইফুল্লাহ প্রমুখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com